video video video
  • হোম » ওয়ানডে » বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালবাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল


SPORTSONLY.NET :
08.03.2020

তামিম ইকবাল

বাংলাদেশ জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক হলেন তামিম ইকবাল। এর মধ্য দিয়ে দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক পদে আনুষ্ঠানিকভাবে পরিবর্তন আসল।

এ সময়টায় সিরিজ বাই সিরিজ ওয়ানডে অধিনায়কের দায়িত্ব সামলেছেন মাশরাফি বিন মুর্তজা। দুই বিশ্বকাপেও তার কাঁধে ছিল অধিনায়কের দায়িত্ব।

দুই দফায় অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর পর গত ৬ মার্চ অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচ খেলেন মাশরাফি। ৫০ জয় নিয়ে মাশরাফি ছেড়েছেন অধিনায়কত্ব।

রোববার বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড সভা শেষে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন।

মাশরাফিকে কাঁধে করে বিদায় জানিয়েছিলেন তামিম। সেই কাঁধেই এখন বাংলাদেশের রঙিন পোশাকের দায়িত্ব। এর আগে বাংলাদেশ তিন ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। ২০১৯ বিশ্বকাপের পর মাশরাফির চোটে তামিম পান অধিনায়কের দায়িত্ব। তার নেতৃত্ব তিন ম্যাচেই দল হেরেছিল। এছাড়া ২০১৭ সালে মুশফিকের অনুপস্থিতিতে টেস্ট অধিনায়ক হয়েছিলেন এক ম্যাচের জন্য। ওই ম্যাচও বাংলাদেশ হেরেছিল ৯ উইকেটে।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন তামিম। ২০৭ ওয়ানডেতে তার রান ৭২০২। সেঞ্চুরিও আছে সবথেকে বেশি ১৩টি। হাফ সেঞ্চুরি ২৭টি।

ব্যাটসম্যান তামিম নিজেকে প্রমাণ করেছেন বিশ্ব ক্রিকেটে। এবার অধিনায়ক তামিমের পালা। মাশরাফি যে জায়গায় দলকে রেখে গেছেন। সেখান থেকে এগিয়ে যাওয়ার পালা।Copyright © 2019 sportsonly.net