video video videoঅবসরের ঘোষণা দিলেন মাশরাফি


SPORTSONLY.NET :
05.03.2020

আজ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের আগে মাশরাফি ঘোষণা দিলেন, বাংলাদেশের হয়ে আর টস করতে দেখা যাবে না তাকে।

তবে ক্রিকেটার হিসেবে খেলা চালিয়ে যাবেন মাশরাফি।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে মাশরাফি বিন মুর্তজা অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন, সিরিজ শুরুর আগে স্পষ্ট একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেটারই ফল আজকের সংবাদ সম্মেলন।

বাংলাদেশের হয়ে ২০১০ সালে প্রথম ওয়ানডে অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে মাশরাফি বিন মর্তুজার। তবে ইনজুরির কারণে দল থেকে ছিটকে যাওয়ায় অধিনায়কত্বও হারান তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালে আবার ওয়ানডে অধিনায়কত্ব ফিরে পান। সেই জিম্বাবুয়ের বিপক্ষেই অধিনায়কত্ব ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন ‘নড়াইল এক্সপ্রেস’।

আগামীকাল সিরিজের শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচ দিয়ে অধিনায়কত্ব থেকে বিদায় নিতে চলেছেন ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’। আজ বৃহস্পতিবার সিলেটে সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন গণমাধ্যমকে।Copyright © 2019 sportsonly.net