video video video
  • হোম » ক্রিকেট » কাফ মাসলে চোট: টেস্ট, ওডিআই থেকে ছিটকে গেলেন রোহিত শর্মাকাফ মাসলে চোট: টেস্ট, ওডিআই থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা


SPORTSONLY.NET :
04.02.2020

ভারতের সীমিত ওভারের ক্রিকেটের সহ অধিনায়ক রোহিত শর্মা সোমবার ছিটকে গেলেন নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট ও ওডিআই সিরিজ থেকে।

রবিবার পঞ্চম টি২০ ম্যাচে কাফ মাসলে চোট পান তিনি। ৪১ বলে ৬০ রান করে চোট পেয়ে আহত হন তিনি।

রান নিতে গিয়ে ওই চোট পান তিনি। সংবাদ সংস্থা পিটিআইকে শীর্ষ বিসিসিআই সূত্র জানিয়েছে, ‘‘উনি সফর থেকে ছিটকে গিয়েছেন।” বুধবার থেকে শুরু হচ্ছে ওডিআই সিরিজ।

এরপর খেলা হবে টেস্ট সিরিজ। রোহিতের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ঘরের মাঠে সিরিজের মতোই রিজার্ভ ওপেনার হিসেবে দেখা যেতে পারে মায়াঙ্ক আগরওয়ালকে। পাশাপাশি নিউজিল্যান্ড এ দলের সঙ্গে বেসরকারি টেস্টে দ্বিশতরান করার পর শুভমান গিলও রয়েছেন সম্ভাব্যদের তালিকায়।

রোহিতের বদলি কে হবেন, তা ঠিক করবেন এমএসকে প্রসাদের পুরনো নির্বাচন কমিটিই। তবে বোর্ড সচিব জয় শাহ কোষাধ্যক্ষ অরুণ ধুমালের সঙ্গে নিউজিল্যান্ডের উদ্দেশে রওয়ানা হওয়ায় সেই সিদ্ধান্তে সিলমোহর লাগতে আরও একটু সময় লাগবে।

 

খবর এনডিটিভির।Copyright © 2019 sportsonly.net