ক্রিকেট ডেস্ক: মারা গেলেন মাধবরাও লক্ষণরাও আপ্তে। ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার। তার মৃত্যুুতে শোকের ছায়া নেমেছে ভারতীয় ক্রিকেটে।
ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানায়, আজ (সোমবার) সকালে মুম্বাইয়ের ব্রিচ হাসপাতালে মারা যান তিনি।
মাধব আপ্তে নামে পরিচিত সাবেক এই ক্রিকেটারের জন্ম ১৯৩২ সালের ৫ অক্টোবর। তৎকালীন ব্রিটিশ ভারতের বোম্বেতে জন্মগ্রহণকারী প্রথিতযশা ও সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার তিনি।
ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫২ থেকে ১৯৫৩ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে মুম্বই দলের প্রতিনিধিত্ব করেছেন এই ক্রিকেটার।
আপ্তে মূলত ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে বোলিং করতেন।