বৈশাখী (মহিলা) রাগবি প্রতিযোগিতা-১৪২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে স্টেশন গামা রাগবি কোচিং সেন্টার।
ফাইনালে শক্তিশালী স্টেশন গামা রাগবি কোচিং সেন্টার ১২-০ পয়েন্টে স্টেশন বিটা রাগবি কোচিং সেন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর ব্যবস্থাপনায় এবং সিকদার হোম বিল্ড ডেভেলাপমেন্ট লি. এর পৃষ্ঠ-পোষকতায় শনিবার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মোট ৪টি দল অংশগ্রহণ করে। অপর দল দুটি হলো স্টেশন আলফা এবং রাগবি ডেভেলাপমেন্ট টিম।
উল্লেখ,রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হওয়ায় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনালে উঠে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাঁতারু লায়লা নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি ফাইনাল ম্যাচটি রেফারি হিসেবে পরিচালনা করেন ইংল্যান্ডের সাবেক রাগবি রেফারি এন্ড্রু।
এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ, যুগ্ম সম্পাদক মজিবুর রহমান,সদস্য খান মজলিস ও টুর্নামেন্ট সেক্রেটারি সিরাজুল ইসলামসহ অন্যান্যরা।