video video videoমেসির বড় ভাইয়ের কারাদণ্ড


SPORTSONLY.NET :
17.08.2018

অবৈধ অস্ত্র রাখার দায়ে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বড় ভাই মাতিয়াস মেসিকে।

 

বৃহস্পতিবার আর্জেন্টিনার একটি আদালত এই রায় দেন।

 

তবে কারাদণ্ড হলেও জেলে যেতে হচ্ছে না ৩৫ বছর-বয়সী মাতিয়াস মেসিকে। আগামী আড়াই বছরে সামাজিক কর্মকাণ্ডমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখলেই এ শাস্তি থেকে মুক্তি পাবেন তিনি।

 

তদন্তকর্তাদের সাথে সমঝোতার মাধ্যমে কারাভোগের শাস্তির বদলে এই সিদ্ধান্ত আসে।

 

আর্জেন্টিনার রোসারিও শহরের লা ক্যাপিটাল সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পারানা নদীতে গতবছর একটি বিধ্বস্ত নৌকায় মাতিয়াসের অস্ত্র পাওয়া যায়। নৌকার আশেপাশে রক্তের চিহ্ন থাকায় সন্দেহ করে মাতিয়াসকে আটক করে নিরাপত্তাকর্মীরা। প্রাথমিকভাবে আটকের পর জামিনে মুক্তি পান তিনি। তবে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে হত্যা বা খুনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

আদালতের তদন্তে অস্ত্রটি মাতিয়াসের প্রমাণিত হওয়ায় কারাদণ্ড দেয়া হয় তাকে। তবে তার আইনজীবীদের দাবি নদীতে বালুচরের সঙ্গে আঘাত লেগে নৌকাটি বিধ্বস্ত হয় এবং ওই অস্ত্রটি তার ছিল না।

 

 Copyright © 2019 sportsonly.net