বিপিএলের গত পাঁচ আসরের চারবারই শিরোপা উঠেছে মাশরাফি হাতে। মাশরাফি অধিনায়ক মানেই বিপিএল শিরোপা হাতের নাগালে এটি যেন একটি রীতিতে পরিণত হয়ে গিয়েছে।
পঞ্চম আসরে রংপুর রাইডার্সকে শিরোপা এনে দেয়ায় বসুন্ধরা গ্রুপ মাশরাফিকে খুশি হয়ে ৫ কোটি টাকা মূল্যের রেঞ্জ রোভার গাড়ি উপহার দিতে চেয়েছিল। এ খবর বিভিন্ন অনলাইন ও জাতীয় দৈনিকে ইতোমধ্যে ফলাও করে ছাপানো হয়েছে। কিন্তু আরও বড় খবর হচ্ছে মাশরাফি রেঞ্জ রোভার নিচ্ছেন না। বরং তিনি ওই টাকায় নড়াইল সদর হাসপাতালের জন্য একটি শীতাতপ নিয়ন্ত্রিত এম্বুলেন্স নিয়েছেন, যা বুধবার হাসপাতাল কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
বেশ কিছু দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ও জাতীয় দৈনিকে লেখালেখি হচ্ছিল যে, নড়াইল সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রয়োজন। এই খবর জানতে পেরে হাসপাতালের জন্য অ্যাম্বুলেনস কেনার সিদ্ধান্ত নেন মাশরাফি।