video video video
  • হোম » Uncategorized » টস হেরে সিলেটের বিপক্ষে ব্যাট করছে রংপুরটস হেরে সিলেটের বিপক্ষে ব্যাট করছে রংপুর


SPORTSONLY.NET :
20.11.2017

ক্রিকেট ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২২তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিক্সার্স। ফলে প্রথমে ব্যাট করতে নেমেছে রংপুর রাইডার্স।

 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

 

সিলেট সিক্সার্স ইতোমধ্যে সাত ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে। আর চার ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে রংপুর রাইডার্স।

 

সিলেট দলে আজ প্রথমবারের মতো খেলছেন বাবর আজম। পাকিস্তানের এ ব্যাটসম্যান বাদে সিলেটের অন্য বিদেশিরা হচ্ছেন আন্দ্রে ফ্লেচার, দানুশকা গুনাথিলাকা, টিম ব্রেসনান, লিয়াম প্লাঙ্কেট।

রংপুর রাইডার্স আজও গেইল ও ম্যাককালামকে নিয়ে নামছে। তাদের সঙ্গে রয়েছে রবি বোপারা, থিসারা পেরেরা ও কুশল পেরেরা।  দুই দলই নিজেদের শেষ তিন ম্যাচ হেরেছে। আজ কারা জয়ের ধারায় ফিরতে পারে, সেটাই দেখার।

 

স্পোর্টস অনলি/ ২০ নভেম্বর ২০১৭Copyright © 2019 sportsonly.net